পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে জো বাইডেনকে জয়ী ঘোষণা না করার আবেদন খারিজ করেছে মার্কিন ফেডারেল আদালত।
স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) মামলাটি পুরোপুরি খারিজ করা হয়। তবে, বহু জালিয়াতি ভোট পড়েছে বলে এক টুইট বার্তায় দাবি করেন ট্রাম্প।
এদিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইলেক্টোরাল ভোটে আনুষ্ঠানিকভাবে জো বাইডেনকে জয়ী ঘোষণা করা হলে হোয়াইট হাউস ছেড়ে দেয়ার ইঙ্গিত দেন ট্রাম্প।
এর আগে, নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে আপিল করেছিল ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির। ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির নির্দিষ্ট কোনো অভিযোগ বা ভোট কারচুপির অভিযোগের কোনো প্রমাণ দিতে পারেনি বলে জানায় তিন বিচারপতির একটি প্যানেল।
ডেস্ক নিউজ/বিজয় টিভি