ইরানের পারমাণবিক ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী সোমবার (১ সেপ্টেম্বর) চীনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের খবরে এ তথ্য জানানো হয়। ক্রেমলিন ঘোষণা করেছে, রুশ প্রেসিডেন্ট পুতিন, চীনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করবেন।
এতে আরও বলা হয়, রাশিয়ার দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য অংশীদার তেহরান। দুই নেতা বৈঠকের সময় পারমাণবিক কর্মসূচির পরিস্থিতিসহ আঞ্চলকি ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
এছাড়া ইরানের প্রেসিডেন্ট, রুশ প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন বলে জানা গেছে। এটি হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিন নেতার প্রথম প্রকাশ্য উপস্থিতি।