মৃত্যুর আগে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা হয়েছে বলে মনে করছে আর্জেন্টাইন পুলিশ।
এজন্য ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লুকে’র বিরুদ্ধে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে আর্জেন্টাইন পুলিশ। বুয়েনস আইরেসের সান ইসিদ্রো’র অ্যাটর্নি জেনারেলের নির্দেশে রোববার লিওপোল্ডো লুকে’র বাড়ি এবং ক্লিনিকে তল্লাশি চালায় তদন্তকারীরা।
তবে, অভিযোগ অস্বীকার করে লুকে বলছেন, ম্যারাডোনার মৃত্যুর কারণ সে নিজেই। তার দাবি মাদকাসক্ত ম্যারাডোনা চিকিৎসকদের কোনো কথা শুনতেন না।
এর আগে, ম্যারাডোনাকে ভুল ওষুধ দেয়া হচ্ছিলো বলে দাবি করে তার তিন মেয়ে। ম্যারাডোনার আইনজীবীর অভিযোগ, মৃত্যুর আগে ম্যারাডোনার বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছাতে আধা ঘণ্টারও বেশি সময় লাগে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি