ভারতে অনুপ্রবেশ করতে সুড়ঙ্গ খুঁড়েছিল জঙ্গিরা। আর সেই সুড়ঙ্গ দিয়েই পাকিস্তানের মধ্যে প্রায় ২০০ মিটার ঢুকে পড়ল ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ভারতের কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া-তে প্রকাশিত একটি প্রতিবেদনে এ দাবি করা হয়৷
গত ২২ নভেম্বর জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে প্রায় দেড়শ’ মিটার লম্বা একটি সুড়ঙ্গের খোঁজ পায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। ওই সুড়ঙ্গ ব্যবহার করেই ভারতে প্রবেশ করেছিল পাকিস্তানি মদতপুষ্ট চার জৈশ ই মহম্মদ জঙ্গি।
গত ১৯ নভেম্বর, নাগরোটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয়। জঙ্গিদের কাছে থাকা মোবাইল ফোনের তথ্য দেখেই ওই সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়।
ডেস্ক নিউজ/বিজয় টিভি