মহামারি করোনাভাইরাসের কবলে পড়ে বিশ্বজুড়ে হতদরিদ্র মানুষের সংখ্যা ৪০ শতাংশ বেড়ে গেছে। এই বিপুল সংখ্যক মানুষের মানবিক সাহায্যেরও প্রয়োজন বলে জানিয়েছেন, জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান কর্মকর্তা মার্ক লোকক।
বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই সাহায্য আগামী বছর থেকেই প্রয়োজন পড়বে আর এজন্য ৩ হাজার ৫শ’ কোটি মার্কিন ডলার চেয়েছে জাতিসংঘ।
মার্ক লোকক বলেন, চলতি বছর দাতা দেশগুলো রেকর্ড ১ হাজার ৭শ’ কোটি মার্কিন ডলার দান করেছে। যা দিয়ে নির্ধারিত লক্ষ্যের প্রায় ৭০ শতাংশ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হয়েছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি