মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজারের টিকাকে অনুমোদন দিল সৌদি আরব। করোনা সংক্রমণ রুখতে এর আগে এই টিকার মধ্যপ্রাচ্যে প্রথম অনুমোদন দেয় বাহরাইন। সৌদি প্রেস এজেন্সির পক্ষ থেকে একটি বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরবে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য অনুমোদন দিয়েছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। করোনা রুখতে দেশের স্বাস্থ্য দফতর এবার এই টিকা বিদেশ থেকে আমদানি করে ব্যবহার করতে পারবে।
তবে, কবে থেকে দেশের সাধারণ নাগরিককে এ ভ্যাকসিনটি দেয়া হবে তা জানানো হয়নি।
এদিকে, জরুরি প্রয়োজনে ফাইজারের টিকার অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
ডেস্ক নিউজ/বিজয় টিভি