সম্প্রতি আফগানিস্তানে বিভিন্ন পেশাজীবীদের হত্যাকাণ্ড বেড়ে চলার মধ্যেই কাবুলে গাড়ি বোমা হামলায় ৪ কারা চিকিৎসকসহ পাঁচজন নিহত হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর), শহরের দক্ষিণাঞ্চলীয় জেলার পুল-ই-চরখি কারাগারে চিকিৎসকরা যাওয়ার পথে ওই বিস্ফোরণ ঘটে। নিহত চিকিৎসকরা ওই কারাগারে কর্মরত ছিলেন এবং তালেবান বন্দিদের নিয়ে কাজ করতেন।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামারজ এ খবর নিশ্চিত করে জানান, গাড়িতে সংযুক্ত চৌম্বকীয় বোমাটি বিস্ফোরণে চার চিকিৎসক এবং এক পথচারী নিহত হয়। এ সময় আহত হয় আরো দু’জন।
কারাগারটিতে কয়েক‘শ তালেবান যোদ্ধা ও অন্যান্য অপরাধী বন্দী রয়েছে। তালেবান ও সরকারের মধ্যে শান্তি আলোচনা চলতে থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে শহরটিতে মারাত্মক সহিংসতার ঘটনা ঘটছে।