আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ ডিসেম্বর) অগ্নিকাণ্ড শুরু হয়ে বৃহস্পতিবার তা আরো ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে এলাকাটির প্রায় ৩ হাজার একর জমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়ে গেছে। রাজ্যটির বন এবং দাবানল নিয়ন্ত্রণ বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
তারা জানায়, এরই মধ্যে ওই এলাকা থেকে ৭ হাজারেরও বেশি মানুষ সরিয়ে নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।