তুরস্কে চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালে চীনের সিনোভ্যাক উদ্ভাবিত করোনার ভ্যাকসিনকে ৯১.২৫ শতাংশ কার্যকর দাবি করা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দেশটির গবেষকরা জানান, তাদের পরিচালিত পরীক্ষায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তবে একজন ব্যক্তির দেহে অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিয়েছে।
এর আগে ব্রাজিলের গবেষকরা দাবি করেন, সিনোভ্যাকের ভ্যাকসিন মাত্র ৫০ শতাংশ কার্যকর।
এদিকে, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনে অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসের ভ্যাকসিনের অপারেশন ওয়ার্প স্পিড কর্মসূচির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা।