করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির শুরুতেই বিপত্তি দেখা দিয়েছে জার্মানিতে।
সোমবার দেশটির বেশ কয়েকটি নগর কর্তৃপক্ষ অভিযোগ করে জানান, ভ্যাকসিন সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হয়নি এবং তা পৌঁছাতেও অনেক দেরি হচ্ছে। ভ্যাকসিনটি উৎপাদনের পর তা একটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। কিন্তু, বিতরণের শুরুতেই ফাইজার-বায়োএনটেক সে পদ্ধতি অবলম্বন করেনি। এ সময় আইস বক্সে উল্লেখিত তাপমাত্রার সাথে প্রকৃত তাপমাত্রার মিলও পাওয়া যায়নি।
এ বিষয়ে, উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি বলে জানায় কর্তৃপক্ষ।
এদিকে, করোনার টিকা নিতে যারা অনাগ্রহ দেখাবে তাদের তালিকা করা হবে বলে জানালেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা। ইউরোপের ২৭টি দেশে করোনার ভ্যাকসিন গণহারে প্রয়োগ শুরু হলেও তা বাধ্যতামূলক নয় বলেই অনেকে তা নিতে অনিচ্ছা প্রকাশ করছে।