1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ফেডারেল সরকারের অচলাবস্থা কাটাতে চাপ বাড়ছে - বিজয় টিভি
ঢাকা বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

ফেডারেল সরকারের অচলাবস্থা কাটাতে চাপ বাড়ছে

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ১৭৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের এক-চতুর্থাংশ টানা ৩২ দিন ধরে অচল হয়ে পড়ে আছে। প্রায় আট লাখ লোকের বেতন হয়নি। অভাবী ফেডারেল কর্মীরা বিনা পয়সায় খাবার সংগ্রহের লাইনে দাঁড়াচ্ছেন। নিরাপত্তাকর্মীর অভাবে বিমান চলাচলে সমস্যা হচ্ছে। অবিলম্বে এই অচলাবস্থা দূর করতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের ওপরই চাপ বাড়ছে।

আগামীকাল বৃহস্পতিবার মার্কিন সিনেটে অচলাবস্থা শেষ করার লক্ষ্যে দুটি বিপরীত প্রস্তাব নিয়ে ভোট হবে। একটি ট্রাম্পের দেয়ালের সমর্থনে রিপাবলিকান পার্টির, অন্যটি সেই দেয়ালের বিরুদ্ধে ডেমোক্রেটিক পার্টির। কোনোটিই সিনেটে পাস হওয়ার সম্ভাবনা নেই। তবু শেষ পর্যন্ত অচলাবস্থা থামাতে দুই পক্ষ ব্যবস্থা নিচ্ছে, তাতেই অনেকে আশার আলো দেখছেন।

রিপাবলিকান প্রস্তাবটির কেন্দ্রে রয়েছে ট্রাম্পের দাবি মতো মেক্সিকোর সঙ্গে দেয়াল নির্মাণে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলারের বরাদ্দ। প্রস্তাবটি যাতে ডেমোক্র্যাটদের আগ্রহী করে, সে জন্য ‘ডাকা’ কর্মসূচির সাত লাখ অবৈধ তরুণ ও দুর্যোগের কারণে দক্ষিণ আমেরিকা থেকে সাময়িকভাবে আশ্রয়প্রাপ্ত তিন লাখ অস্থায়ী অভিবাসীর পরবর্তী তিন বছরের জন্য বৈধতা প্রদানের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া দুর্যোগ প্রতিরোধের জন্য মোটা অঙ্কের বরাদ্দও এই প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। রক্ষণশীলদের খুশি করতে এই প্রস্তাবে শিশুসহ সব বৈধ আশ্রয় প্রার্থীর যুক্তরাষ্ট্রে আশ্রয় লাভের কঠোর বিধিনিষেধের ব্যবস্থা রাখা হয়েছে। প্রস্তাবটি গৃহীত হতে হলে অন্তত ৬০টি ভোট লাগবে। সিনেটে এই মুহূর্তে ৫৩-৪৭ ভোটের ব্যবধানে রিপাবলিকানদের প্রাধান্য রয়েছে। সব রিপাবলিকান প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার পরও কমপক্ষে সাতটি ডেমোক্রেটিক ভোট লাগবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রিপাবলিকান সহযোগীরা আশা করছেন, মধ্যপন্থী ডেমোক্রেটিক সিনেটরেরা দলছুট হয়ে এই প্রস্তাবের পক্ষে ভোট দেবেন। কিন্তু সাতটি ভোট পাওয়া কার্যত অসম্ভব, এ ব্যাপারে সবাই একমত।

অন্যদিকে, ডেমোক্রেটিক প্রস্তাবে সরকারের সব দপ্তরের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। তাঁরা আশা করছেন, এই সময়সীমা শেষ হওয়ার আগেই সীমান্ত নিরাপত্তা প্রশ্নে একটা সমাধানে পৌঁছানো সম্ভব হবে। এই প্রস্তাবে সীমান্ত নিরাপত্তার জন্য অতিরিক্ত এক বিলিয়ন ডলার বরাদ্দের কথা বলা হলেও ট্রাম্পের দেয়ালের জন্য এক ডলারও নেই। এটিও পাস হওয়ার কোনো আশা নেই। কারণ, যে অতিরিক্ত ১৩ রিপাবলিকান ভোট তাদের দরকার, সে ভোট তাঁরা পাবেন—এ কথা কেউ বিশ্বাস করেন না।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
আবেগঘন পোস্টে যা বললেন ঋতুপর্ণা

আবেগঘন পোস্টে যা বললেন ঋতুপর্ণা

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
আবার কমলো এলপি গ্যাসের দাম

আবার কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মহানবমী আজ, মণ্ডপে বিদায়ের সুর

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.