করোনা বিপর্যয়ের মধ্যেই সংক্রমণের দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিভিন্ন রাজ্যে এবার বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে।
দেশটির মধ্যপ্রদেশ, রাজস্থান ও হিমাচলসহ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে এর সংক্রমণ শুরু হয়েছে। কেরালার আলাপুঝা ও কোয়াট্টাম জেলায়ও মৃত হাঁসের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খোলা হয়েছে রাজ্যটিতে। এখন পর্যন্ত
১২ হাজার হাঁসের মৃত্যু হয়েছে এবং আরো ৩৬ হাজার হাঁস মেরে ফেলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, হিমাচলে সংক্রমণ এড়াতে মুরগি, মাছ ও মুরগির ডিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।