বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ২৭ লাখে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দুপুর পর্যন্ত বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ২৭ লাখ ৭৮ হাজার ৯৮৩ জনে। মৃতের সংখ্যা ১৯ লঅখ ৮৬ হাজার ৯০৩ জন । এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ৪৪৬ জন। বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৩ হাজার ৯২৮ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৩৪৫ জন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি