নেদারল্যান্ডসের রাজধানী অ্যার্মস্টার্ডাম থেকে কুখ্যাত মাদক সম্রাট সে চি লপকে আটক করেছে পুলিশ।
শুক্রবার তাকে আর্মস্টার্ডামের স্কিপোল বিমানবন্দর থেকে আটক করা হলেও শনিবার এ খবর নিশ্চিত করে ডাচ পুলিশ। চাইনিজ বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক সে চি লপের ৭০ বিলিয়ন মার্কিন ডলারের মতো অবৈধ মাদক বাজার রয়েছে। তার কোম্পানি এশিয়াজুড়ে মাদকের ব্যবসা করে যাকে এশিয়ার ড্রাগ লর্ড বলা হয়ে থাকে।
৫৬ বছর বয়সী এই মাদক সম্রাটের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এর আগে অবৈধ মাদক চোরাচালানের অপরাধে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের কারাগারে তিনি দীর্ঘ ৯ বছর জেল খাটে।