করোনা ঝুঁকির মধ্যেই জাপানে ক্ষমতাসীন জোটের একাধিক আইনপ্রণেতা নাইট ক্লাবে যাওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।
বুধবার পার্লামেন্টে এ ঘটনায় অত্যন্ত দুঃখ প্রকাশ করে তিনি বলেন, প্রত্যেক আইনপ্রণেতার এমন আচরণ করা উচিত যাতে তারা জনগণের আস্থা অর্জন করতে পারেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে এমন ঝুঁকিতে দেশটির সরকার জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে যেতে অনুরোধ করেছে। এর মধ্যেই এমন কাণ্ডে জনমনে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।
এদিকে, করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী সুগার পদক্ষেপ নিয়েও সমালোচনা চলছে।