নোবেলজয়ী সু চিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণ করে মিয়ানমার সেনাবাহিনী। এ কারণে দেশটিতে সৃষ্টি হয়েছে অস্থিতিশীলতা। তাই দেশটিতে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পরিষেবা বন্ধ করা হয়েছে। কারণ এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিয়ানমারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মিয়ানমারের যোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিয়ানমারের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে বলা হয়েছে দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে। ইন্টারনেট সেবাদাতাদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।