মঞ্চে গান গাওয়ার মাঝে তরুণীদের চুমু দিয়ে বিতর্কে জড়িয়েছেন উদিত নারায়ণ। বর্ষীয়ান শিল্পীর এমন আচরণ নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকে গায়ককে তার বয়স এবং সভ্য সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন।
এদিকে চুমু কাণ্ডে বিতর্কের মাঝে নিজেকে নিজেই ট্রোল করলেন উদিত। ভাইরাল হওয়া নতুন ভিডিওতে দেখা যাচ্ছে উদিত ‘পাপ্পি’ বা চুমু শব্দ শুনে নিজেই নিজেকে ট্রোল করেছেন।
উদিত যেই সিনেমার ট্রেলার লঞ্চ করতে এসেছিলেন, সেই সিনেমার নাম ‘পিন্টু কি পাপ্পি’। উদিত তাই ‘পাপ্পি’ শব্দ শুনে তার চুমু খাওয়ার ভাইরাল ভিডিও নিয়ে কথা বলেন মজার সুরেই, যা শুনে সেখানে উপস্থিক কেউই তাদের হাসি চেপে রাখতে পারেননি।
উদিতকে এদিন বলতে শোনা যায়, ‘কী টাইটেল রেখেছ তোমরা। নাম বদলানো উচিত তো তোমাদের। পাপ্পি তো ঠিক আছে, তোমাদের ছবি, ‘পিন্টু কি পাপ্পি’ নামটাও খুবই সুন্দর, কিন্তু এটা আবার ‘উদিতের পাপ্পি’ নয় তো?’
প্রসঙ্গত উদিত স্পষ্ট করেছেন যে ভিডিওটি ইন্টারনেটে বিতর্কের ঝড় তুলেছিল, সেটি নতুন নয়, বরং দুই বছর আগে যখন তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তখনকার। তিনি বলেন, ‘আসলে, এটি ২ বছর আগে অস্ট্রেলিয়ার ভিডিও।’