কানাডার টরন্টোতে বন্দুকধারীর গুলিতে চারজন বাংলাদেশি কানাডিয়ান গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, তারা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। দুই সন্দেহভাজনকে তারা খুঁজছে।
এদিকে, এ ঘটনায় কানাডায় প্রবাসী বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করেছেন। দোষীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।