ক্যাপিটল হিলে হামলার ঘটনায় মার্কিন সিনেটে দ্বিতীয়বারের অভিশংসন প্রক্রিয়া শুরু হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) থেকে এ অভিশংসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সোমবার ট্রাম্পের আইনজীবীরা একটি ফাইল দাখিল করে। যেখানে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাব অসাংবিধানিক বলে দাবি করা হয়েছে।
শুনানিতে সাক্ষ্য দিতে ট্রাম্পের অস্বীকৃতির কথাও জানায় তারা। বাইডেনের শপথ গ্রহণের আগে ডেমোক্র্যাটরা অভিশংসন করেই বিচারের মুখোমুখি করতে চেয়েছিলেন ট্রাম্পকে। কিন্তু উচ্চকক্ষের কারণে তা আটকে যায়।
আমেরিকার ২শ’ বছরের ইতিহাস ভেঙে পার্লামেন্টে হামলার পর ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে দু’বার অভিশংসনের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প।