ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় মরক্কোতে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (০৮ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করে।
খবরে বলা হয়, একটি বেসরকারি মালিকানাধীন বাড়িতে ভূগর্ভস্থ টেক্সটাইল কারখানা পরিচালনা করা হচ্ছিল। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ২৪টি মরদেহ এবং দশ জনকে জীবিত উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়।
তবে, তাৎক্ষণিকভাবে সেখানে কতজন অবস্থান করছিল তা জানা যায়নি। উত্তর আফ্রিকার দেশটিতে কয়েক সপ্তাহ ধরে ভারি বৃষ্টি হচ্ছে। এর ফলেই বন্যার সৃষ্টি হয়েছে।