মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দ্বিতীয় দিনে ক্যাপিটলে দাঙ্গা সংক্রান্ত ট্রাম্পের ভাষণ, টুইট বার্তা এবং দাঙ্গার ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে উপস্থাপন করে অভিশংসন কমিটি।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিচারকাজের সময় আইনপ্রনেতারা জানান, সব তথ্য প্রমাণে ট্রাম্প যে নির্দোষ নয় সেটাই প্রমাণিত হয়। ক্যাপিটলে দাঙ্গার জন্য ট্রাম্পকে মূল উস্কানিদাতা হিসেবে আখ্যা দেন আইনপ্রণেতারা।
সিনেটে ক্যাপিটলে দাঙ্গার অপ্রকাশিত একটি ভিডিও ফুটেজ দেখান কমিটির সদস্যরা। ভিডিওতে দেখা যায়, ক্যাপিটল ভবনে অবস্থানরত আইন প্রণেতাদের খুব কাছে চলে আসে ট্রাম্প সমর্থকরা।