তাজিকিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ৩৪ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয়।
শক্তিশালী ভূমিকম্পটির প্রভাবে ভারতের রাজধানী দিল্লি এবং দেশটির উত্তরাঞ্চল কেঁপে উঠে। ভারতের ন্যাশনাল সেন্টার সিসমোলজি জানায়, এ ভূমিকম্পের এপিসেন্টার ছিল তাজিকিস্তান। তবে, ৪৫০ কিলোমিটার দূরে কাশ্মিরের শ্রীনগরেও কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পটির গভীরতা ছিল ৭৪ কিলোমিটার। দিল্লি ও এর আশেপাশের এলাকায় কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এসময় অনেকেই নিজ বাড়ি থেকে আতঙ্কে বের হয়ে আসেন। তবে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।