ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ বোধ করার পর ‘সতর্কতার অংশ হিসেবে’ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লন্ডনের বাকিংহ্যাম প্রাসাদের বরাত দিয়ে বার্তাসংস্থা বিবিসি এ খবর নিশ্চিত করে।
প্যালেসের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপকে সেন্ট্রাল লন্ডনের কিং এডওয়ার্ড দ্যা সেভেন্থ হাসপাতালে নেয়া হয়েছে।
রাজপ্রাসাদের একটি সূত্র বিবিসিকে জানায়, ডিউক গাড়িতে করে হাসপাতালে গেছেন, যেখানে তাকে তার চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয়েছে।
সূত্রটি আরও জানায়, বেশ কিছু দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। তবে এর সাথে করোনাভাইরাসের কোন সম্পর্ক নেই।
প্রাসাদের সূত্রগুলো বলছে, শততম জন্মদিন উদযাপন করার অপেক্ষায় থাকা প্রিন্স হাসপাতালে মানসিকভাবে “বেশ উৎফুল্ল” রয়েছেন। তিনি সেখানে কিছুদিন বিশ্রামে এবং পর্যবেক্ষণে থাকবেন। সূত্র: বিবিবি বাংলা