বিশ্বের দরিদ্র ১৩০টি দেশে এখনও করোনা ভ্যাকসিন না পৌঁছায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বুধবার, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়ালি বৈঠকে তিনি ক্ষোভ জানান। অধিকাংশ দেশ ভ্যাকসিন কর্মসূচির আওতায় না আসায় সমন্বয়হীনতাকে দুষছেন তিনি।
বৈঠকে করোনাভ্যাকসিনের ৭৫ শতাংশই ১০ ধনী দেশের কাছে মজুদ থাকার উদ্বেগজনক তথ্যও তুলে ধরেন মহাসচিব। তিনি বলেন, এ মুহূর্তে টিকার সুষম বণ্টনই সবচেয়ে জরুরি।
এসময়, জি-২০ সদস্যভুক্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর প্রতি একটি জরুরি টাস্কফোর্স গঠনের আহ্বান জানান তিনি।