আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করেই মিয়ানমারের সহস্রাধিক নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
মঙ্গলবার, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক কায়রুল দাযাইমি দাউদ বিষয়টি নিশ্চিত করেন। মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে করে এসব মানুষকে ফেরত পাঠানো হয়। সম্প্রতি মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতা গ্রহণ করার পর নাগরিকরা নতুনভাবে ঝুঁকিতে পড়তে পারেন এমন আশঙ্কায় প্রত্যাবাসনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন মালয়েশিয়ার আদালত।
তবে তা উপেক্ষা করেই মিয়ানমারের ১,০৮৬ জন নাগরিককে ফেরত পাঠালো দেশটি। যদিও অভিবাসন কর্তৃপক্ষ দাবি করে জানিয়েছে, এসব নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।