সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দেয়ার অপরাধে সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড।
এক বিবৃতিতে হোয়াইট হাউজকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুহাম্মদ বিন সালমানের সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তার আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
ক্যালামার্ড বলেন, যারা খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছে তাদের আন্তর্জাতিক সমাজ থেকে একঘরে করে রাখতে পারলে, যারা এ ধরনের অপরাধ করার কথা যারা চিন্তা করবে তারা শিক্ষা পাবে।
এসময় খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে দেয়ার জন্যও জো বাইডেনের প্রতি আহ্বান জানান তিনি।