বাংলাদেশ-ভারত ৪টি প্রকল্প যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও বিকল্পধারাসহ বাংলাদেশের বিভিন্ন দলের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।
সোমবার (১১ মার্চ) বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যদের জন্য ভারতের থিংকট্যাঙ্ক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) এ সফরের আয়োজন করেন।
আওয়ামী লীগের প্রতিনিধিরা হলেন উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ছানোয়ার হোসেন, জুয়েল আরেং, ফাহমি গোলন্দাজ বাবেল, নাহিম রাজ্জাক, নাঈমুর রহমান দুর্জয়, রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, দলের নেতা সূফি ফারুক এবং উম্মে রাজিয়া।
প্রতিনিধি দলটি আগামী ১৬ মার্চ পর্যন্ত ভারতের নয়াদিলি ও মুম্বাই সফরে থাকবেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি