এবার জার্মানি, ফ্রান্স, ইটালি ও স্পেনেও স্থগিত করা হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা।
সোমবার জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়, ইতালির ওষুধ কর্তৃপক্ষ, স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দপ্তর থেকে দেয়া বিবৃতিগুলোতে বলা হয়েছে, ইএমএ তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করেই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে দেশগুলো।
এদিকে, করোনার টিকা নিয়ে আতঙ্কিত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত না করতে দেশগুলোকে অনুরোধ জানিয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান জানান, রক্ত জমাট বাধাঁর সঙ্গে ভ্যাকসিনটির সম্পর্কের কোনো প্রমাণ পাওয়া যায় নি।