অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ বন্যার দেখা দেয়ায় ওই এলাকার জণসাধারণকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
দেশটির পূর্ব উপকূলে রেকর্ড বৃষ্টিপাত ও বন্যার কারণে স্থানীয় সময় আজ এ নির্দেশ জারি করা হয়।
গতকাল থেকেই সিডনির উত্তরাঞ্চলের শহরগুলোতে মৌসুমী বৃষ্টি শুরু হয়। এতে এলাকাবাসী দলে দলে আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেন। টেলিভিশন ফুটেজে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের টারে শহরে নদীতে একটি বাড়ি ভেসে যেতে দেখা গেছে।
এদিকে, অনুমোদিত আশ্রয়কেন্দ্র ক্লাব টারের প্রধান নির্বাহী পল অ্যালেন বন্যাকে বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। তবে, এ সপ্তাহের মধ্যে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।