নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরছেন ট্রাম্প বলে জানিয়েছেন মার্কিন নির্বাচনী প্রচারণায় তার মুখপাত্র জেসন মিলার।
বার্তাসংস্থা সিএনএন আজ এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করে।
রোববার এক সাক্ষাৎকারে মিলার জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করবেন।
এসময় তিনি আরো জানান, টুইটার, ফেসবুকের চেয়ে সামাজিক যোগাযোগের আরও বড় মাধ্যম গড়ে তুলবেন ট্রাম্প। এ বছরের শুরুতে সহিংসতা উসকে দেয়াসহ বিভিন্ন অভিযোগে সামাজিক যোগাযোগের প্রায় সব মাধ্যমে নিষিদ্ধ হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।