গত ৬০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা দেখা দেয়ায় প্রায় নিউ সাউথ ওয়েলস রাজ্য থেকে প্রায় ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।
গত কয়েকদিন ধরে দেশটির পূর্ব উপকূল জুড়ে ভারি বর্ষণ অব্যাহত থাকায় নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
এছাড়া, মৌসুমী বৃষ্টিপাতের কারণে সিডনি এবং কুইন্সল্যান্ডের দক্ষিণ পূর্ব এলাকার নদী ও বাঁধগুলো বন্যার পানিতে উপচে পড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বন্যা আরও এক সপ্তাহ চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। জনসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকতেও বলেছেন তারা।
বন্যার কারণে যারা সরে যেতে বাধ্য হয়েছেন তাদের অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন, প্রধানমন্ত্রী স্কট মরিসন।