ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৭টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
রাজ্যের ২৯৪ আসনের মধ্যে এ দফায় ভোট হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলার ৩১টি আসনে। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ২০৫ জন প্রার্থী। নির্বাচনকে কেন্দ্র করে ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং রাজ্য পুলিশের প্রায় ১১ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে, দুই দফায় দফায় রাজ্যের ৬০টি আসনে ভোটগ্রহণ হয়। এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও আজ ভোট চলছে আসাম, কেরল, তামিলনাড়ু ও পদুচেরিতে। এসব রাজ্যে আজ ভোট শেষ হলেও পশ্চিমবঙ্গে শেষ হবে ২৯ এপ্রিল। আর সবগুলোতেই ভোট গণনা হবে আগামী ২রা মে।