মিয়ানমারে নতুন করে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা।
আজ থেকে দেশটির জনগণকে বিদ্যুৎ বিল পরিশোধ না করতে, কৃষি ঋণ ফেরত না দিতে, সন্তানদের স্কুল থেকে দূরে রাখতে এবং আসিয়ান সম্মেলনে জান্তা প্রধানের দেয়া প্রতিশ্রুতির প্রতি ঘৃণা জানানোর আহ্বান জানিয়েছে তারা।
এদিকে, আজও দেশটির বড় শহরগুলোতে বিক্ষিপ্ত প্রতিবাদ দেখা গেছে।
আসিয়ানের সম্মেলনে দেশটির জান্তা প্রধান, ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রধান অং সান সু চিসহ অন্যান্য রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়ার আহ্বানে সাড়া না দেয়া এবং সংকট সমাধানের সময়সীমা ঘোষণা না করায় তারা এ আন্দোলনের ডাক দিয়েছে।
অন্যদিকে, আন্দোলনের কারণে দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে এবং অনাহারীর সংখ্যা বেড়ে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো।