করোনা পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার রাতে দু’দেশের শীর্ষনেতার সঙ্গে কথা হয়েছে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম।
এদিকে এক টুইট বার্তায় মোদি জানান, খুবই ফলপ্রসু আলোচনা হয়েছে। দুই দেশের করোনা পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে এবং বাইডেন সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে বলা হয় বাইডেন মোদিকে বলেছেন, যুক্তরাষ্ট্র জরুরি মেডিকেল সহায়তা যেমন অক্সিজেন সম্পর্কিত সরবরাহ, ভ্যাকসিন তৈরির নানান উপাদান এবং চিকিৎসা সরবরাহ করবে।
বিবৃতিতে আরো বলা হয়, দুই নেতা দ্রুততম সময়ে ভ্যাকসিন প্রদানের প্রচেষ্টার মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা নিয়ে আলোচনা করেছেন এবং ওষুধ, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার জন্য ভারতের চলমান প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়েছে ফোনালাপে।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, করোনাভাইরাসের সাম্প্রতিক বৃদ্ধিতে ব্যাপকভাবে প্রভাবিত ভারতের জনগণের জন্য আমেরিকার অবিচল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ভারতকে অক্সিজেন সম্পর্কিত সরবরাহ, ভ্যাকসিন তৈরির উপাদান এবং চিকিৎসাসহ অনেকগুলি জরুরি সহায়তা সরবরাহ করছে।
এর আগে, করোনা টিকার কাঁচামাল সরবরাহ করার ব্যাপারে ভারতকে রোববারই আশ্বাস দিয়েছিল আমেরিকা। তার একদিন পর সোমবার বাইডেন জানিয়েছেন, করোনা রোগীদের চিকিৎসায় আপৎকালীন সহযোগিতাও করবে তার প্রশাসন।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে রোগীদের চিকিৎসায় চরম অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটকসহ দেশটির একাধিক রাজ্যে হাসপাতালের বেডও অপ্রতুল হয়ে পড়েছে। দেশটিতে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে।