সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলোতে আগামীকাল উদযাপিত হবে ঈদ-উল-ফিতর।
সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলার্স এবং দেশটির রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন আল ম্যানিয়া এ তথ্য নিশ্চিত করেন। এর ফলে, আজও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা রেখেছেন সেখানকার অধিবাসীরা। সে অনুযায়ী এবার রোজা হচ্ছে ৩০টি।
জ্যোতির্বিদ্যাকে কাজে লাগিয়ে সৌদি আরবে এবারের ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশটির ইতিহাসে এবারই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। এর আগে, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের তারিখ নির্ধারণ করা হতো।
এদিকে, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেখানেও ঈদ উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার।