পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি শুরুর আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে একটি জেলা দখলে নিয়েছে তালেবান বিদ্রোহীরা।
রাজধানী কাবুলের কাছে আচমকা আক্রমণ চালিয়ে নেরখ জেলাটির নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। এর আগেও একটি শহর দখলে নিয়েছে তারা। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দুটি শহর দখলে নিল তারা। ঈদ উপলক্ষে আফগানিস্তানে আজ থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে; তার আগেই আফগান বাহিনী নেরখের নিয়ন্ত্রণ হারাল।
এ বিষয়ে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইট করে জানান, ময়দান ওয়ার্দাক প্রদেশের নেরখ শহরের প্রাণকেন্দ্র, পুলিশ সদর দফতর, গোয়েন্দা দফতর ও বিশাল সামরিক ঘাঁটি সব দখল নিয়েছে তারা। এসময় অনেক শত্রুসেনা নিহত বা আহত হয়েছে বলেও জানান তিনি।