ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার পরে দেশটিতে সব রেকর্ড ছাড়িয়ে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ৩৪০ জনের প্রাণহানি হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বিশ্বের কোনো দেশে করোনায় এক দিনে এত সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেনি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু ঘটেছে মহারাষ্ট্রে। দেশটির পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটিতে এই দিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৬ জন।
এই তালিকায় মহারাষ্ট্রের পরেই আছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটক। সোমবার সেখানে মারা গেছেন ৪৭৬ জন করোনা রোগী।
তালিকায় তৃতীয় স্থানে আছে যথাক্রমে দিল্লি ও দক্ষিণ ভারতের অপর রাজ্য তামিলনাড়ু। উত্তর ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ আছে চতুর্থ অবস্থানে। সোমবার সেখানে মারা গেছেন ২৮৫ জন করোনা রোগী।
এছাড়া ভারতের পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, হরিয়াণা, অন্ধ্রসহ মোট ১২ টি রাজ্যের প্রতিটিতে সোমবার শতাধিক করোনা রোগীর মৃত্যু হয়েছে।