আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে আবারও উত্তেজনার মধ্যে ল্যান্ড মাইন বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার, বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলের কালবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আজারবাইজানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, নিহতের মধ্যে দু’জন সাংবাদিক এবং একজন সরকারি কর্মকর্তা। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
গত বছর, নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটি ছয় সপ্তাহের যুদ্ধে জড়িয়ে পড়ে। রাশিয়ার মধ্যস্থতায় পরে উভয় দেশই যুদ্ধ বিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির পর শর্তমোতাবেক আর্মেনিয়া আজারবাইজানের কাছে কয়েকটি অঞ্চল হস্তান্তর করে। কালবাজার ছিল তার মধ্যে অন্যতম।