যুক্তরাজ্যে শনাক্ত আলফা ধরনের চেয়ে ভারতে শনাক্ত হওয়া ডেল্টা ধরন প্রায় ৪০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
রোববার, একটি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা জানান। দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, যুক্তরাজ্যের জন্য এখন নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে ভারতে শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা।
যদিও হ্যানকক জানিয়েছেন, যারা টিকার দুই ডোজই নিয়েছেন তারা ভাইরাসের উভয় ধরনের ক্ষেত্রে সমান সুরক্ষা পাবেন। যুক্তরাজ্যে সংক্রমণ কমে আসায় সরকার ধীরে ধীরে বিধি-নিষেধ শিথিল করতে শুরু করেছে।
বিধি-নিষেধের ব্যাপারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভাইরাসের ডেল্টা ধরনটি আগামী ২১ জুনের বিধি-নিষেধ শিথিলের বিষয়টি বেশ জটিল করে তুলেছে। এ ব্যাপারে আরও এক সপ্তাহের তথ্য পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে।