অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা কোভিশিল্ডের এক ডোজ করোনাভাইরাসের ভারতীয় ধরন ডেল্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ৬১ শতাংশ সক্ষম বলে এক গবেষণায় উঠে এসেছে।
তামিলনাড়ু রাজ্যের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের গবেষণা বিভাগ সম্প্রতি, কয়েক হাজার ডেল্টায় আক্রান্ত রোগীর তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এ সিদ্ধান্তে উপনীত হয়। এতে জানানো হয়, ডেল্টা ধরনের বিরুদ্ধে কোভিশিল্ডের প্রথম ডোজের টিকা মানবদেহে ৬১ শতাংশ প্রতিরোধী শক্তি তৈরিতে সক্ষম। আর দুই ডোজ নিয়ে এটি ৬৫ শতাংশে উন্নীত হয়।
এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়া, হাসপাতালে ভর্তি ও মৃত্যু প্রতিরোধে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের দু’টি টিকাই সমানভাবে কার্যকর বলেও দাবি করা হয় গবেষণায়। ভারতের সিরাম ইনস্টিটিউট এই টিকা উৎপাদন করছে।