যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের রেনোসা শহরের বেশ কয়েকটি এলাকায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শনিবার এ গোলাগুলির ঘটনা ঘটে।
রোববার, দেশটির নিরাপত্তা বাহিনী জানায়, কয়েকজন বন্দুকধারীর একটি গ্রুপ গাড়িতে করে শনিবার এসব হামলা চালায়। প্রথমে গুলিতে ১৫ জনের প্রাণহানির তথ্য জানানো হলেও পরবর্তীতে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। এই হত্যাকাণ্ডের পর ওই এলাকায় সেনাবাহিনী, রাজ্য পুলিশ এবং ন্যাশনাল গার্ডের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক এবং তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। অঞ্চলটিতে প্রায়ই মাদক চোরাকারবারি চক্রগুলোর আধিপত্য নিয়ে সংঘর্ষ হয়। মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপ্রবণ এলাকা হিসেবেও রেনোসার পরিচিতি আছে।