যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফাদার্স ডে’র অনুষ্ঠানে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার রাতে, ক্যালিফোর্নিয়ার রিচমন্ড সিটিতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
স্থানীয় পুলিশ জানায়, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া, আহত আরও কয়েকজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়। হত্যার উদ্দেশেই নিহতদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
তবে, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।