বিশ্বের চার কোটি ১০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।
মঙ্গলবার (২২ জুন) সংস্থাটি জানায়, মূল্য বেড়ে যাওয়ায় খাদ্য নিরাপত্তার ওপর বর্তমান চাপের কারণে এই দুর্ভিক্ষ দেখা দিতে পারে।
সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভিড বেসলি জানান, এরই মধ্যে ৫০ লাখ মানুষ দুর্ভিক্ষে দিন কাটাচ্ছে। এসময় ডব্লিউএফপি ৪৩টি দেশের ঝুঁকিপূর্ণদের কাছে পৌঁছাতে ৬০০ কোটি মার্কিন ডলারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সংস্থাটির হিসেবে ২০১৯ সালে দুই কোটি ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে ছিল।
কিন্তু ২০২০ সালে, কোভিড-১৯ মহামারি শুরুর পর এ পরিস্থিতির আরও অবনতি ঘটে। এ বছর ইথিওপিয়া, মাদাগাসকার, দক্ষিণ সুদান, ইয়েমেন, নাইজেরিয়া ও বুর্কিনা ফাসোর মতো কিছু এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে।