প্রতিষ্ঠার ২৬ বছর পর, হংকংয়ের গণতন্ত্রপন্থি পত্রিকা অ্যাপল ডেইলি’র কার্যক্রম বন্ধের ঘোষণার পর সর্বশেষ সংখ্যার কপি কিনতে ভিড় জমিয়েছেন শহরটির বাসিন্দারা।
আজ স্থানীয় সময় ভোররাতে, সংবাদপত্রটির জন্য এর সমর্থকদের মধ্যে প্রবল আবেগের প্রকাশ দেখা যায়। শেষ সংখ্যার জন্য মধ্যরাতের পর থেকেই তারা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন।
এদিকে জাতীয় নিরাপত্তা আইনের কঠোর ব্যবস্থার হুমকিতে পরিণত হওয়ার অভিযোগে, আজ শেষ সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে জনপ্রিয় এই সংবাদপত্রটি বন্ধ হয়ে যাচ্ছে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, আজ অ্যাপল ডেইলির ১০ লাখ কপি ছাপানো হয়েছে। যা সংখ্যা নিয়মিত চলিত সংখ্যার চেয়ে ১০ গুণেরও বেশি। এই সংবাদপত্রটির বন্ধ হয়ে যাওয়াকে চীন নিয়ন্ত্রিত হংকংয়ের গণমাধ্যমের স্বাধীনতায় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।