যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দেশটির সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদকে।
স্থানীয় সময় শনিবার, দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
করোনা বিধিনিষেধ অমান্য করে সহকর্মীকে জড়িয়ে ধরা ও চুম্বনের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হলেন সাজিদ জাভিদ।
এর আগে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর বরিস জনসনকে লেখা তার পদত্যাগপত্রে নিজের এ ধরনের কাজ জনগণকে হতাশ করেছে বলে উল্লেখ করেন ম্যাট হ্যানকক।
গত ৬ মে, দেশটির দৈনিক পত্রিকা দ্য সান-এ সংক্রান্ত একটি ছবি প্রকাশিত হয়। ৪২ বছর বয়সী ম্যাট হ্যানকক এক টুইটার বার্তায় পদত্যাগের কারণ উল্লেখ করে বলেন, যারা বিধিনিষেধ প্রণয়নের সঙ্গে জড়িত তাদের এগুলো মেনে চলা উচিত।