সংখ্যালঘু উইঘুর মুসলিমদের প্রতি চীনা সরকারের আচরণকে ‘গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের’ সমান বলে চিহ্নিত করে একটি প্রস্তাবে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে চেক সিনেট।
প্রস্তাবে আসন্ন বেইজিং-২০২২ শীতকালীন অলিম্পিক, কূটনৈতিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়। চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোট চেক সরকারের প্রতি এ আহ্বান জানায়।
এতে, মানবাধিকার ও স্বাধীনতার ব্যাপক লঙ্ঘন, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ, জাতিগত বৈষম্য এবং সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক পরিচয় দমন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এর আগে, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশ উইঘুরদের প্রতি চীনের আচরণকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে।