ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে মার্কিন বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
আজ স্থানীয় সময়, যুক্তরাজ্যভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক বিবৃতিতে গতকাল জানানো হয়, মার্কিন বাহিনীর ওপর মিলিশিয়াদের ড্রোন হামলার জবাবে তাদের ‘অস্ত্রাগার ও অপারেশন পরিচালনা করার স্থাপনা’ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরো জানানো হয়, দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনা অনুযায়ীই এসব হামলা চালানো হয়। এর আগে, ফেব্রুয়ারিতে সিরিয়ায় সীমিত পর্যায়ে বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন বাইডেন।