যুদ্ধ কবলিত টিগ্রে অঞ্চলে এককভাবে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে ইথিওপিয়ার অন্তবর্তী সরকার।
সোমবার, এক বিবৃতিতে এ ঘোষণা দেয় অঞ্চলটির অন্তর্বর্তী প্রশাসন।
এতে বলা হয়, ওই অঞ্চলে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরিতেই অভিযান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে শান্তি প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
গত বছরের নভেম্বরে, সেখানকার বিদ্রোহীদের উৎখাতে সেনাবাহিনী পাঠান প্রধানমন্ত্রী আবি আহমেদ। তার অভিযোগ ছিল, এক সময়কার প্রধান আঞ্চলিক ক্ষমতাসীন দল ফেডারেল সেনার তাঁবুগুলোতে আক্রমণ চালানোতে ইন্ধন জুগিয়েছে।