কিউবার আবিষ্কৃত করোনাভাইরাসরোধী টিকা আবদালা ক্লিনিক্যাল ট্রায়ালে ৯২ দশমিক ২৮ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
সম্প্রতি, এক টুইটবার্তায় কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল আবদালার প্রশংসা করেন।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, তাদের আবদালা টিকার কার্যকারিতা ফাইজার-বায়োনটেক এবং মডার্নার তৈরি টিকার প্রায় সমান। এটি করোনার বিরুদ্ধে শতকরা ৯২ দশমিক ২৮ ভাগ কার্যকর। শুধু পার্থক্য হচ্ছে, এই টিকার তিন ডোজ নিতে হয়।
১ কোটি ১০ লাখ মানুষের দেশটিতে মহামারির শুরুতেই চীন-রাশিয়ার তৈরি টিকা আমদানি না করার সিদ্ধান্ত নেয়। এমনকি জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির সহায়তা নিতেও রাজি হয়নি তারা।