যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৫০ জন।
এদিকে, আজও উদ্ধারকর্মীরা অভিযানে অংশ নিয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সন্ধানে ইনফ্রারেড ক্যামেরা, ড্রোন এবং প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে। এদিকে, নিখোঁজদের অপেক্ষায় ঘটনাস্থলের কাছে ভীড় করছেন স্বজনরা।
এর আগে, বুধবার, স্থানীয় সময় রাত ১টার দিকে শহরটির উত্তরাংশের সার্ফসাইড এলাকায় আকস্মিকভাবে ধসে পড়ে চ্যাম্পলাইন টাওয়ার নামের ১২ তলা ওই আবাসিক ভবনের অর্ধেক অংশ।